![কলাপাড়ায় সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করলেন ১০ মাদকসেবী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/29/potuakhali_abnews24_113048.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ২৯ নভেম্বর, এবিনিউজ : কলাপাড়া থানা পুলিশের তৎপরতায় উপজেলার ১০ জন মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছে। এরা হলো মো. সানজিল (১৮), জহিরুল ইসলাম মিঠু (৩২), সোহেল সৈয়দ (২৭), মো. রানা কাওসার (২৩), রতন কুমার শীল (২৫), কবির খান (২৪), মো. কাইয়ুম (২২), মো. নুরুজ্জামান (৩৩), মো. শহীদুল ইসলাম (২৭) এবং খলিলুর রহমান (৩৪)। কলাপাড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এদের বাড়ি।
খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়া থানার ওসি মো. আলাউদ্দিন গত দেড় মাস আগে কলাপাড়া থানায় যোগদান করার পর ব্যপকভাবে মাদক বিরোধী অভিযান চালে। মাদক ব্যবসায়ীরাসহ মাদকসেবীরা অত্মসমর্পন করতে বাধ্য হয়। এসব মাদকসেবীরা গত ২৮ নভেম্বর পটুয়াখালীতে পুলিশ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, পটুয়াখালী পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. তারিকজ্জামান মনি, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার প্রমুখ।
আত্মসমর্পণ করা এসব মাদকসেবীকে পুলিশ বিভাগের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়। এদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেয়া হয়। কলাপাড়া থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তরুন,যুবক এবং ছাত্ররা মরণগ্রাসী মাদকের কারণে ধংস হয়ে যাচ্ছে। মাদকাসক্তদের কারণে শুধু একটি পরিবার নয়, গোটা সমাজই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি। মাদকাসক্তদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানাই।
এবিএন/তুষার হালদার/জসিম/তোহা