রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ফতুল্লায় দুই তরুণীর আত্মহত্যা

ফতুল্লায় দুই তরুণীর আত্মহত্যা

নারায়নগঞ্জ, ২৯ নভেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় পারিবারিক কলহে দুই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ও এনায়েতনগর মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহনন করা তরুণীরা হলেন- বক্তাবলী এলাকার মতিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টকর্মী ফাতেমা আক্তার (২০) এবং এনায়েতনগর মুসলিমপাড়া এলাকায় সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রংমিস্ত্রি রাসেল মিয়ার স্ত্রী গৃহবধূ লামিয়া আক্তার (১৯)।

এদের মধ্যে পুলিশ লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর ফাতেমার লাশ খানপুর হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, দুটি আত্মহত্যাই পারিবারিক কলহে হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত