রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • রায়পুরে ব্যাংকের এজেন্টকে কুপিয়ে জখম, কমিটি বাতিল ঘোষণা

রায়পুরে ব্যাংকের এজেন্টকে কুপিয়ে জখম, কমিটি বাতিল ঘোষণা

রায়পুরে ব্যাংকের এজেন্টকে কুপিয়ে জখম, কমিটি বাতিল ঘোষণা

লক্ষ্মীপুর, ২৯ নভেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুর সদর উপজেলার ৩নং দালাল বাজার যুবলীগ কমিটির নানা অনিয়ম আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধর করাসহ হামলা করার ঘটনায় অত্র ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা কমিটি।

জানা গেছে, বাদশা নামের ইউনিয়ন যুবলীগ নেতা মোবাইল সীম কেনাকে কেন্দ্র করে মোবাইল সীম বিক্রেতা ও ডাচ বাংলা ব্যাংক এজেন্ট দোকানে তার সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালিয়ে দোকানদার ওসমান গণিকে মারাক্তক রক্তাক্ত জখম করে।

ঘটনার বিবরণে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোঃ ওসমান গণি (২৭) নামে ডাচ-বাংলা ব্যাংক শাখার মোবাইল এজেন্টকে কুপিয়ে জখম করেছে এক যুবলীগ নেতা। সোমবার বিকেল ৩টার সময় উপজেলা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যবসায়ী ওসমান গণি সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আশ্রাফ আলী বাবুলের ছেলে।

মোবাইল সিম বিক্রি নিয়ে ক্ষুব্দ হয়ে পশ্চিম দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাদশা তার দলবল নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে যুবলীগ নেতা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করেছে। তারা যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী ওসমান গণি জানান, যুবলীগ সভাপতি মোঃ বাদশার সাথে সিম কেনা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে ব্যাংকের এজেন্ট শাখায় এসে তার উপরে হামলা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে শরীরে বিভিন্ন স্থানে জখম হয়।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি বিস্তারিত জেনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত