শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে তরুণের মৃত্যু

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে তরুণের মৃত্যু

গাজীপুর, ৩০ নভেম্বর, এবিনিউজ : গাজীপুরের ভাওয়াল এলাকায় ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়ষ আনুমানিক ২০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই এসএম রকিবুল হক বলেন, ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে বলাকা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার পরনে রয়েছে নীল জিনসের প্যান্ট ও কালো গেঞ্জি। বয়স আনুমানিক ২০ বছর।

পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত