![পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মী সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/30/police_abnews_113106.jpg)
পিরোজপুর, ৩০ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের এসবি কমিউনিট সেন্টারে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ।
সম্মেলনে পিরোজপুর জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ মান্নান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, পিরোজপুর জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক, বাগেরহাট জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি এসকেন্দার আলী সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তরা, গ্রাম পুলিশের বিভিন্ন সমস্যা এবং এ থেকে উত্তোরণের বিষয়ে বক্তব্য রাখেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি