![নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/30/road-accident@abnews24_113110.jpg)
নোয়াখালী, ৩০ নভেম্বর, এবিনিউজ : নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশ দুমড়ে-মুচড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাইজদী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা আনান (১৭) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাজিপুর গ্রামের অলি আহমেদের মেয়ে। আনিসা নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মাইজদীবাজার এলাকা থেকে একটি ইজিবাইক মূল শহরের দিকে আসছিল। ইজিবাইকটি মাইজদীবাজার এলাকার মর্ডান হসপিটালের সামনে যেতে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী কলেজছাত্রী ও চালক মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জান্নাত আহমেদকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপভ্যান আটক করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ