![শার্শায় মেছো বাঘ আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/30/bagh_abnews_113125.jpg)
শার্শা, ৩০ নভেম্বর, এবিনিউজ : শার্শার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রাম থেকে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় একদল কৃষক মেছোবাঘটি আটক করেন।
স্থানীয়রা জানায়, টেংরালী গ্রামের ইয়ানুর রহমান, ফজর আলী, শিমুলসহ ১০/১২ জনের একদল কৃষক মাঠে ধান বাঁধার সময় ক্ষেতে মেছো বাঘটি দেখতে পান। পরে তারা মেছো বাঘটি আটক করেন। এ সময় শত শত জনতা এক নজর দেখার জন্য ক্ষেতে ভিড় জমায়।
শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লুৎফর রহমান বলেন, মেছো বাঘটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাঘটি নীলকুঠি জঙ্গলের কতৃপক্ষের হাতে তুলে দেবার জন্য আলোচনা চলছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি