শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলা থানা পুলিশের উঠান বৈঠক

ডিমলা থানা পুলিশের উঠান বৈঠক

ডিমলা (নীলফামারী), ৩০ নভেম্বর, এবিনিউজ : মাদককে “না” বলি মাদক মুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ডিমলা থানা পুলিশের আয়োজনে গতকাল বুধবার নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্তরে মাদক বিরোধী, বাল্যবিবাহের রোধ, নিরাপদ সড়ক বিষয়ে থানা পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সদর ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খাঁন লোহানী, বিশেষ অথিতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তৃতা করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাহাবুবর রহমান।

এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন ডিমলা মাইক্রোবাস ,জিব,কার, পি-কাব উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম টুলু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রেজাসহ সাধারন মানুষ ও শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু, মাদক মুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরা-চালান এবং নিরাপদ সরড়ের জন্য প্রশাসনের দায়ীত্বের পাশাপাশি জনগণের ভুমিকা অপরিসীম। তাই আসুন পুলিশ জনতা কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করি। আলোচনা শেষে উপজেলার প্রতিটি মাইক্রো, কার, পি-কাব ও মিনি বাসে নিজ হাতে মাদককে “না” বলি সুস্থ সবল সমাজ গড়ি লেখা স্টিকার লাগিয়ে দেন।

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত