
বোদা (পঞ্চগড়), ৩০ নভেম্বর, এবিনিউজ : বোদা পৌর নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গত বুধবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এদের মধ্যে মেয়র পদে ১জন, সাধারণ কাউন্সিলর ৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ঋণ খেলাপি সহ সঠিক কাগজপত্র না থাকায় তাদের মনোনয়োন পত্র বাতির করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহার শেষ দিন। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফিরে পেতে ৩দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে উপজেলা নির্বাচন অফিসার বিজয় চন্দ্র জানান।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক