শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে অস্বাভাবিক হারে বীজ ধানের দাম বৃদ্ধি

অভয়নগরে অস্বাভাবিক হারে বীজ ধানের দাম বৃদ্ধি

অভয়নগর (যশোর), ৩০ নভেম্বর, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলায় গত এক সপ্তাহে অস্বাভাবিক হারে বীজ ধানের দাম বাড়ায় সাধারণ কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। বীজ ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানীর আর্থিক সুবিধা নিয়ে কৃষকদের হাইব্রিড বীজ কিনতে উৎসাহিত করছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন বিভাগ) ২৮ জাতের প্রত্যায়িত, মানঘোষিত ও ভিত্তি বীজ প্রস্তুত করে প্রত্যেক উপজেলায় ডিলারদের মাঝে নির্দিষ্ট দামে সরবরাহ করলেও গত সপ্তাহে উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাইব্রিড হীরা-১, হীরা-২, হীরা-৪, এসএল-এইট, স্পাহানী, সাথীসহ ১ কেজি প্যাকেটের বীজ ২২০ টাকা থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে।

বর্তমানে যা বিক্রি হচ্ছে সাড়ে ৩শ’ থেকে ৪শ’ টাকায়। অস্বাভাবিক হারে বীজের দাম বেড়ে যাওয়ায় চাহিদার তুলনায় অর্ধেক পরিমান বীজ কিনছে কৃষকরা। যে কারণে এ বছর উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অনেকাংশে কম হবে বলে মনে করছে চাল ব্যবসায়ীরা।

বীজ কিনতে আসা উপজেলার বারান্দি গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, ২৮ ধানের বীজ কিনতি চাইলাম কিন্তু আমাগে মাঠ সুপারভাইজর স্যার কলেন, ২৮ বীজ কিনে আবার রোগের আক্রমনে পড়ার দরকার কি? তার চেয়ে ভালো হীরা ধান কিনে নিয়ে যাও।

তাই শুনে আমি হীরা ধান কিনতি অ্যাসে দেহি, হীরা ধানের দাম ওরে বাড়া বাড়ে গেছে, যে টাহা আনিলাম তাতে ২ কেজি বীজ কিনাও হবেনা। সামনের হাটে টাহা ধার করে বীজ কিনে নিয়ে পাতো ফেলাবো।’ অপর বীজ ক্রেতা এরশাদ আলী জানান, আমি ২৮ জাতের বীজ কিনতে এসেছিলাম কিন্তু কোন প্যাকেটের দাম ২শ’ টাকা আবার কোনটার দাম সাড়ে ৩শ’ টাকারও বেশি।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি অফিসার গোলাম সামদানি জানান, বীজের দাম বাড়িয়েছে পরিবেশকরা। দ্রুত সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সকল পরিবেশকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ধানের ব্লাষ্ট পোকা আক্রমণ রোধে কৃষকদের সচেতন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, দুইদিন আগে উপজেলার বারান্দি গ্রামে মাঠ দিবস করে কৃষকদের জানিয়েছি, বীজ ফেলার আগে কার্বোনডাজিন গ্রুপের ওষুধ প্রতি কেজিতে ২ গ্রাম করে মিশিয়ে ১২ ঘন্টা রেখে দেয়ার পর বীজতলায় ফেললে ব্লাষ্ট রোগের আক্রমণ রোধ করা সম্ভব।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত