শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কিশোরগঞ্জে সিপিবির হরতাল পালনকারীদের ওপর পুলিশের লাঠি পেটা, আহত ৬

কিশোরগঞ্জে সিপিবির হরতাল পালনকারীদের ওপর পুলিশের লাঠি পেটা, আহত ৬

কিশোরগঞ্জে সিপিবির হরতাল পালনকারীদের ওপর পুলিশের লাঠি পেটা, আহত ৬

কিশোরগঞ্জ, ৩০ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে হরতাল পালনকারীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এতে ৬জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের পুরানথানার ইসলামী সুপার মার্কেট এলাকায় এ পুলিশি হামলার ঘটনা ঘটে।

সকালে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীরা ব্যানার নিয়ে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন। এসময় একদল পুলিশ মিছিলে অতর্কিত হামলা চালিয়ে লাঠি পেটা করে। ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। এসময় পুলিশের হামলায় ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হকসহ রিতা আক্তার, জোনায়েদ, দেবব্রত দাস গুরুতর আহত হয়েছেন।

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত