
লক্ষ্মীপুর, ৩০ নভেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দিবাগত রাতে উপজেলার চর আবদুল্লাহের তেলিরচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, জোয়ারে মরদেহটি তেলির চর এলাকায় ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না বলেও জানান তিনি।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক