সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জাতীয় সংগীতের পান্ডুলিপি প্রদান

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জাতীয় সংগীতের পান্ডুলিপি প্রদান

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জাতীয় সংগীতের পান্ডুলিপি প্রদান

কাউখালী, ৩০ নভেম্বর, এবিনিউজ : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে শিশুদের মাঝে জাতীয় সংগীতের পান্ডুলিপি প্রদান করা হয়েছে। জাতীয় সংগীত শুদ্ধ লিখতে ও শিখতে বিজয়ের মাস উপলক্ষে শিশুদের উৎসাহিত করতে কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার উদ্যোগে আজ বৃহস্পতিবার এ পান্ডুলিপি বিতরণ করা হয়।

কাউখালী উপজেলার দুই নম্বর আমরাজুড়ী ইউনিয়নের পূর্ব আমরাজুড়ী ১৮নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে এ পান্ডুলিপি প্রদান করা হয়। কাউখালী তথ্য কেন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু বিদ্যালয় আঙ্গিনায় শিশুদের হাতে পান্ডুলিপি তুলে দেন। এসময় পূর্ব আমরাজুড়ী ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাধিকা রঞ্জন মৃধা ও প্রধান শিক্ষক ফারজানা খানম, অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সদরে কাউখালী কিন্টার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝেও অনুরূপভাবে জাতীয় সংগীতের পান্ডুলিপি তুলে দেওয়া হয়। এ বিষয়ে উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হবে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত