শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাশিয়ানীতে পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সোনালী ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাৎ

কাশিয়ানীতে পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কাশিয়ানীতে পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ, ৩০ নভেম্বর, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঋণ গ্রহীতার নাম ব্যবহার করে সোনালী ব্যাংকের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবসরপ্রাপ্ত পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া সোনালী ব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক ও প্রিন্সপাল অফিসার মো: মোসলেম মোল্যা সোনালী ব্যাংকের পক্ষে বাদী হয়ে কাশিয়ানী থানায় এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, সোনালী ব্যাংকের ভাটিয়াপাড়া শাখার পর্যায়ক্রমে তৎকালীন ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মো: ফেরদৌস আলম, এস, এম জাহাঙ্গীর আলম, মো: জাহাঙ্গীর সরদার, ম্যানেজার ও সিনিয়র অফিসার সন্তোষ কুমার মৈত্র এবং অফিসার মো: আকতার হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ওই কর্মকর্তারা সোনালী ব্যাংকের ভাটিয়াপাড়া শাখার দায়িত্বে থাকাকালে ১ হাজার ৩০২ জন ঋণগ্রহীতার নাম ব্যবহার করে, একই ব্যক্তির নামে একাধিক ঋণ সৃজন করে, নির্ধারিত এলাকার বাইরে নিয়মবহির্ভূতভাবে ঋণ প্রদান করে ভূয়া ও জাল স্বাক্ষর করে জালিয়াতির মাধ্যমে নিজেরা ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ ৭৫০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এদিকে গত ২৮/০৮/১৭ ইং তারিখে সোনালী ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তারা অডিট করে গোপালগঞ্জ রিজিওনাল কর্মকর্তা বরাবর প্রতিবেদন জমা দিয়েছেন। এতে দেখা গেছে, কতগুলো ঋণগ্রহীতার কোন স্বাক্ষর নেই। আবার কোন কোন ঋণগ্রহীতা ঋণ নেননি।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন বলেন, ‘মামলা রুজু হয়েছে এবং মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।’

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত