
বান্দরবান, ০১ ডিসেম্বর, এবিনিউজ : বান্দরবানের টংকাবতি ইউনিয়নের দুর্গম আলীনগর গ্রামে ফের বন্যহাতির আক্রমণে একজন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম কামাল উদ্দিন (৫৮)।
স্থানীয় ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের পাশে ক্ষেতে গরু খোঁজতে গিয়ে তিনি বন্যহাতির আক্রমণের শিকার হন। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এবিএন/মোঃ আব্দুর রহিম/সাদিক/জসিম