শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আড়াইহাজারে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

আড়াইহাজারে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

আড়াইহাজারে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

আড়াইহাজার, ০১ ডিসেম্বর, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের তিনদিন পর সাফিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়মনোহরদীর (শীলপাড়া) এলাকার শাহীনের মেয়ে। গতকাল বৃহম্পতিবার রাতে মনোহরদী এলাকায় কহ্মপুত্র নদের কুচুরীপানায় পড়ে থাকায় অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রাখে। এ ঘটনায় থানায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় বাদীর ভাই জুয়েলকে আসামি করা হয়েছে। মামলা নং- ২(১২)১৭ইং।

থানায় অভিযোগের সূত্রে জানা গেছে, নিহতের মা সুমী আক্তার স্থানীয় মাহিন ফ্যাক্টরী নামে একটি শিল্পকারখানায় শ্রমিকের কাজ করেন। মেয়েকে গত ২৮ নভেম্বর বাড়িতে একা রেখে তিনি তার কর্মস্থলে চলে যান। পরে বাড়িতে এসে মেয়েকে খোঁজে পাচ্ছিলেন না।

গতকাল বৃহম্পতিবার রাতে তাদের বাড়ির পাশেই বহ্মপুত্র নদের কুচুরীপানার মধ্যে পড়ে থাকা সাফিয়ার লাশ পুলিশ উদ্ধার করে। খবর পেয়ে মেয়ের লাশ শনাক্ত করেন তিনি। সুমী এজাহার আরও উল্লেখ্য করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার একমাত্র মেয়ে তার ভাই জুয়েল শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারেন।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এবিএন/হাকিম ভূঁইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত