![বোদায় হানাদার মুক্ত দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/01/abnews-24.bbbbbbbb_113282.jpg)
বোদা (পঞ্চগড়), ০১ ডিসেম্বর, এবিনিউজ : বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বোদা উপজেলায় হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের মার্চ মাস থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই ৯ মাস পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে লড়াই করে ০১ ডিসেম্বর বোদা উপজেলা পাক হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বোদা একুশ স্মৃতি পাঠাগারের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সহকারী অধ্যাপক প্রবীর চন্দ, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রউফ, প্রফেসার মনিসংকর দাস গুপ্ত, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, সাবেক ইউ’পি চেয়ারম্যান সৈয়দ আব্দুল মান্নান, সাংস্কৃতিক কর্মী সৌরভ কুমার রিপন, উচীচীর সাধারণ সম্পাদক রাহুল ঘোষ, বোদা রিপোর্টাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক, কলেজ শিক্ষক মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা