শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বোদায় বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ

বোদায় বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ

বোদা (পঞ্চগড়), ০১ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমের আওতায় কৃষি প্রনোদনা হিসেবে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ বটমুল চত্বরে বীজ ও সার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ। অনুষ্ঠানে উপজেলার এক হাজার দুইশত পঞ্চাশ জন কৃষকের মাঝে ২০ কেজি করে গম ও ৩০ কেজি করে সার বিতরণ করা হয়।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত