বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বেরোবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

বেরোবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

বেরোবি (রংপুর), ০১ ডিসেম্বর, এবিনিউজ : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রাগ্রাম সকল ইউনিটর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ই-ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে বৃহস্পতিবার শেষ পাঁচ দিনব্যাপী চলা ভর্তি পরীক্ষাযুদ্ধ। এর আগে গত ২৬শে নভেম্বর এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চচলাকালীন প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ভিন ভিন কক্ষ পরিদর্শন করা ছাড়াও ডি-ইউনিটর ২য় শিফটের একটি পরীক্ষায় তিনি প্রধান কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

এদিকে, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সকল সদস্যবৃন্দকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করন। উউল্লেখ্য, এবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে ভর্তি হতে আবেদন করেছেন মোট ৫৮ হাজার ৯শত ৬ জন। ভর্তি পরীক্ষার ফলাফল এবং অন্যান্য সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত