বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হোসেনপুরে বিশ্ব এইডস দিবস পালিত

হোসেনপুরে বিশ্ব এইডস দিবস পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ), ০১ ডিসেম্বর, এবিনিউজ : হোসেনপুর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ‘স্বাস্থ্য আমার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মেডিকেল অফিসার ডা. অ্যাব্দুল্লাহ আল শামীম, ডা. আদনান আখতার প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত লোকজন উপস্থিত ছিলেন।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত