![আজ শিবপুর পাক হানাদার মুক্ত দিবস](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/02/stamvo_abnews_113358.jpg)
শিবপুর (নরসিংদী), ০২ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর আজ শনিবার পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ। এদিনের যুদ্ধে পাক হানাদার বাহিনী কোন রকমে জান বাঁচিয়ে পুটিয়া থেকে পালিয়ে যায়।
তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমাধীন শিবপুর থানা পূর্ব থেকেই ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা। বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারন্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখে ছিল তটস্থ।
দেশের সকল এলাকার মতো নরসিংদী জেলা শিবপুর থানায় ও ডিসেম্বর মাসে পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমন তীব্রতর হয়। ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ফটিক মাস্টারের নের্তৃত্বে বেঙ্গল রেজিমেন্ট সম্মিলিত এফ. এফ ৬২ জনের গ্র“প কমান্ডার সাদেকুর রহমান সরকারের নের্তৃত্বে ভোর ৪টায় পাকবাহিনী পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চুর্তুমুখী আক্রমন চালায়।
প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প। পুটিয়া রণক্ষেত্রে কমান্ডার সাদেকুর রহমানের ভুমিকাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যুদ্ধে দুই জন এফ.এফ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেকুর রহমান সরকার ও সহযোদ্ধা মিয়ার উদ্দিন শাহাদাৎ বরণ করেন।
এই দিনে এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ ও দোয়া করানো হয়।
উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৯৯ সালে শহীদ সাদেক ও মিয়ার উদ্দিনের নামে একটি সড়ক উদ্বোধন করেন, মুক্তিযোদ্ধা মো: নূরুজ্জামান ভূঁইয়া।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি