![শিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/02/rally_abnews_113380.jpg)
শিবপুর (নরসিংদী), ০২ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা মোজাদ্দেদীয়া জাকের সংগঠনের আয়োজনে আজ শনিবার ও ১২ই রবিউল আউয়াল বিশ্বনবী (সা:) এর দুনিয়ায় শুভগমন উপলক্ষে সকাল ১০টায় শিবপুর বানিয়াদী হতে একটি মিছিল বের হয়ে। মিছিলটি শিবপুর কলেজ গেইট হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন যুবনেতা কাউছার মোল্লা, শাকিল আহমেদ, মনির হোসেন মনু, খোর্শেদ আলম, মোগল হোসেনসহ জাকেরানগণ উপস্থিত ছিলেন। পৌর মসজিদের পেশ ইমাম অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি