![মাদারীপুরে অফিস, গোডাউনসহ বসতঘরে আগুন দিয়েছে দূর্বত্তরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/02/fire_abnews_113384.jpg)
মাদারীপুর, ০২ ডিসেম্বর, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার লক্ষিগঞ্জ এলাকায় আজ শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে একটি ইটভাটার তিনটি অফিস, গোডাউনসহ একই এলাকার ১০টি বসত ঘরে আগুন দিয়ে পূড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। তবে এই ঘটনায় একই এলাকার আক্তার হাওলাদারের(কাউঞ্চিলর) লোকজন জরিত বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পুলিশ ও স্থানিয় সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে আক্তার হাওলাদার(কাউঞ্চিলর) ও সেলিম বেপারীর কয়েকশ লোকজন প্রথমে এনামুল চৌধুরীর ইটভাটায় হামলা চালিয়ে ভাংচুর করে তিনটি অফিস ও গোডাউনে আগুন দিয়েছে এবং একই এলাকার ১০টি ঘরে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।
এতে কোন মানুষ ক্ষতিগ্রস্থ না হলে অফিস থাকা নগদ সোয়া ৪ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এ ঘটনার পর থেকেই ঐ এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
এছাড়াও আরও জানা যায়, ঐ এলাকায় গতকাল শুক্রবার বিকেলে আক্তার হাওলাদারের পক্ষের সেলিম বেপারীর ঘর সহ ৩টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বত্তরা এবং এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়ন ছিল।
এ ব্যাপারে ইটভাটার মালিক এনামুল চৌধুরী জানান, আমি কাউঞ্চিলর আক্তার হাওলাদারকে আমার ইটভাটায় শরিকানা না রাখায় দীর্ঘদিন ধরে আমাকে ক্ষতি করার চেস্টা করে আসছে। সেলিম বেপারীসহ তাদের পূর্ব পরিকল্পিত শনিবার ভোর বেলা আমার ইটভাটার হামলা চালিয়ে তিনটি অফিস, গোডাউনে ভাংচুর করে আগুন দিয়েছে এবং একই এলাকার আরো ১০টি ঘরে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে আমার নগদ সোয়া চার লাখ টাকাসহ কাগজপত্র ও আসবাব পত্রসহ পঞ্চাশ লাখ ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কাউঞ্চিলর আক্তার হাওলাদারের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমাকে হয়রানি করার জন্য একটি কুচক্রী মহল আমার নাম জরিয়ে যদি বক্তব্য দিয়ে থাকে তা সত্য নয় ভিত্তিহীন। আমি থাকি পৌরসভায় আর ভাংচুর মারামারি লক্ষীগঞ্জ গ্রামে হয়েছে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রশাধ পাঠক জানান, গতকাল থেকেই পুলিশ মোতায়ন রয়েছে। তাছারা সকালে ঘটনাস্থলে আরো পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সাথে যারা জরিত সকল অপরাধীকেই আইনের আওতায় আনা হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি