![বেরোবিতে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/02/abnews-24.bbb_113395.jpg)
বেরোবি (রংপুর), ০২ ডিসেম্বর, এবিনিউজ : Ready for Tomorrow শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল ওয়ার্ল্ড- ২০১৭ এর অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক্টিভেশন কর্মসূচি পালিত হয়েছে। আগামী ৬-৯ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসূচিকে সফল করতে গতকাল শুক্রবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গ্যালারী রুমে পালিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগের সহকারি অধ্যাপক মশিউর রহমান, তথ্য মন্ত্রনালয়ের একজন প্রতিনিধি, রসায়ন বিভাগের প্রভাষক অবিনাশ চন্দ্র সরকার, কর্মকর্তা মাসুদার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা