সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

পঞ্চগড়ে পাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড়ে পাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড়, ০২ ডিসেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের দেবীগঞ্জে গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১১.৩০ মিনিটে দুইশত বছর পুরনো কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ার পাড়া এলাকা থেকে ওই মুর্তি উদ্ধার করে দেবীগঞ্জ পুলিশ। জানা যায়, ওই মুর্তিটির ওজন প্রায় ৩৪ কেজি। দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলাম জানান, ‘সন্ধার দিকে ওই এলাকার রাশেদুল ইসলাম মাস্টারের পুকুর খননের সময় আলমাস নামের এক ব্যাক্তি মুর্তিটি দেখতে পায়। পরে বিষয়টি সকলের জানাজানি হলে ঘটনাস্থলে দেবীগঞ্জ থানা পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামেদুল ইসলাম আরো জানান, এটি প্রায় দুইশত বছর আগের হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটি কষ্টি পাথরের কিনা তা বলা যাবে না। আর মূর্তিটির ওজন ৩৪ কেজি। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর সাথে কথা বল্লে তিনি মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত