![জলঢাকায় চেয়ারম্যানের বন্দুকের গুলিতে যুবক আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/02/motor_abnews_113417.jpg)
জলঢাকা (নীলফামারী), ০২ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর জলঢাকায় ইউপি চেয়ারম্যানের পাখি শিকারে ব্যবহৃত বন্দুকের গুলিতে এক যুবক আহত হয়েছে। এসময় পাখি শিকারের জন্য ব্যবহৃত নম্বরবিহীন একটি মোটরসাইকেলটি জব্দ করেছে থানাপুলিশ। আহত যুবকের নাম দুলাল চন্দ্র রায় (২৫)। তার বাড়ী উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের দলবাড়ী দোলা এলাকায়।
এলাকাবাসী জানায়, আজ শনিবার দুপুরে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন এক সহযোগীকে নিয়ে পাখি শিকারে যায়। এসময় বন্দুক দিয়ে এক ঝাঁক পাখি লক্ষ্য করে গুলি ছুড়লে ধানক্ষেতে কর্মরত ওই যুবক গুলিবিদ্ধ হয়। আহত যুবকের চোখে গুলি লাগলে তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত দুলালের পিতা যতীন্দ্র নাথ রায় বলেন, আমার ছেলে ধানক্ষেতে কাজ করছিল। এ সময় চেয়ারম্যানের ছোড়া গুলিতে আমার ছেলের বাম চোখ মারাত্মক জখম হয়।
এ বিষয়ে গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির বলেন, পাখি শিকার সরকারীভাবে নিষিদ্ধ। তারপরেও উনি কিভাবে শিকারে আসেন আমার জানা নেই। অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন বিষয়টি অস্বীকার করেন।
ওসি মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি সেখানে পুলিশ পাঠিয়েছি।
জলঢাকা থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই আসলাম বলেন, তদন্তকালে কাঁঠালী ইউপি চেয়ারম্যান তুহিনের ছোড়া গুলিতেই যুবক আহত হয়েছে এমনটিই জানা গেছে।
তিনি আরও জানান, আহত ব্যক্তিকে নিয়ে তুহিন চেয়ারম্যান নিজেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে এলাকাবাসী আমাদেরকে জানান।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/এমসি