রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

লক্ষ্মীপুরে শিশুসহ ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে শিশুসহ ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর, ০২ ডিসেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে একদিনে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার মান্দারী খামার বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে মান্নান (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত শিশুটি খামার বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে মান্নান তার নানার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ শনিবার সকালে পার্শ্ববর্তী একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একইদিন সকালে রামগতি উপজেলার চরগাজী এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতা নিয়েও লাশটি শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

তিনি জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়েছে।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত