![বাহুবলে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/02/hobigoang_abnews24 copy_113423.jpg)
হবিগঞ্জ, ০২ ডিসেম্বর, এবিনিউজ : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে ৩০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শনিবার বিকেলে উপজেলার ইজ্জতনগরে ভগবতী দূর্গা মন্দিরে হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদের ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পূণ্যবত চৌধুরী বিভু, জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নলীনি কান্ত রায় নিরু, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, যুগ্ম সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার রায় মঙ্গল, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তুষার মোদক, দপ্তর সম্পাদক সুদাংশু সূত্রধর, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বণিক, নির্বাহী সদস্য এডভোকেট নিলাদ্রী শেখর পুরাকায়স্থ টিটু, ধর্মীয় ও মন্দির বিষয়ক সম্পাদক নিরঞ্জন সাহা নিরু প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার মিরপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামের ভেতরে প্রায় ১ একর ২২ শতক দেবোত্তর সম্পত্তির রয়েছে, একাংশে ভগবতি মন্দির রয়েছে। উক্ত মন্দিরের সামনে ৩ শতক খালি জায়গা সুধাংশু কর ও সমর কর নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে একই গ্রামের মোতাব্বির হোসেনের কাছে বিক্রি করে দেয়। তবে মন্দিরের সেবায়েত দাবি করেন জাল দলিল করে মোতাব্বিরের কাছে জমি বিক্রি করা হয়েছে। জমির মালিকানা বিষয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
এ পরিস্থিতির মধ্যেই গতকাল শুক্রবার ভোররাত ৩টার দিকে বানিয়াগাও গ্রামের মোতাব্বির হোসেনের নেতৃত্বে কতিপয় লোক উক্ত সম্পত্তি দখল করতে গেলে স্থানীয় হিন্দুরা বাঁধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি