বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালীতে জেপি’র অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান

কাউখালীতে জেপি’র অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান

কাউখালীতে জেপি’র অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান

কাউখালী, ০৩ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার হাতে ফুল দিয়ে জেপি‘র অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা হলেন জাতীয় পাটি স্বেচ্ছাসেবক জেপি‘র সভাপতি মোঃ রেজাউল করিম লিটন তালুকদার, কাউখালী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি হারুন-আর-রশিদ, জাতীয় পার্টি জেপি’র সাংস্কৃতি সংগঠনের সভাপতি লিপুসহ বিভিন্ন পদের নেতা-কর্মীরা।

গতকাল শনিবার বিকেলে বালক বিদ্যালয় হলরুমে বর্ধিত সভায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুর জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আলনগীর হোসেন, মোঃ লোকমান শেখ, মোঃ বখতিয়ার খোকন, মোঃ নুরুল ইসলাম হাওলাদার, কাউখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাবেক সভাপতি এড. আব্দুস শহীদ, সাবেক যুগ্ম আহ্বয়াক এড. আব্দুল আউয়াল।

আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, যুবলীগের সভাপতি অলোক কর্মকার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আমিনুর রশীদ মিল্টন, সাধারণ সম্পাদক মিন্টু তালুকার, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ সিকদার, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি শাহিদা হক, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমনসহ আরও অনেকে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত