শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে আজ্ঞলিক কর্মশালা দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

খাগড়াছড়িতে আজ্ঞলিক কর্মশালা দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

খাগড়াছড়িতে আজ্ঞলিক কর্মশালা দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

খাগড়াছড়ি, ০৩ ডিসেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১ আঞ্চলিক কর্মশালা দক্ষতা উন্নয়ন বিষয়ক চাহিদা নিরুপন পর্যালোচনা ও পরামর্শ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এনএসডিসি সচিবালয় ও আইএলও ঢাকা অফিস তত্বাবধানে গনস্বাক্ষরতা অভিযান ও জাবারাং কল্যাণ সমিতি এ আয়োজন করা হয়। জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মধুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সচিবালয়ে এনএসডিসি উপ-পরিচালক নেপাল চন্দ্র কর্মকার, বিএনএফই সহকারি পরিচালক জুলফিকার আমীন। জাবারাং কর্মসূচী সমম্ময়কারী বিনোদন ত্রিপুরার উপস্থাপনায় স্বাগত সম্ভাষন ও উদ্দেশ্যে বর্ণনায় গণস্বাক্ষরতা অভিযানে উর্ধ্বতন উপ-কার্যক্রম ব্যবস্থাপক সাকেবা খাতুন, মূল আলোচনাপত্র উপস্থাপনে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ(কেটিএসসি)’র অধ্যক্ষ প্রকৌশলী নূরুল হাকিম। পরে ৪টি গ্রুপের বিভিন্ন সুপারিশমালা দলীয় কাজ দলনেতারা উপস্থাপন করেন।

সভায় সংশিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, সম্প্রসারন বিভাগের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিশ্রুতিশীল যুব সংগঠন, উদ্দ্যোক্তা প্রতিনিধি, নারী অধিকার কর্মী, কারিগরীভাবে দক্ষতা কর্মী, সরকার ও দাতা সংস্থার প্রতিনিধি এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত