![জামালপুর পৌরসভার ১৫০ বছর পূর্তির প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/03/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_113519.jpg)
জামালপুর, ০৩ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুর পৌসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল ০২ ডিসেম্বর বিকেল ৪টায় প্রস্তুতি সভা পৌরকার্যালয়ে অনুষ্ঠিত হয়। পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেয়র মির্জা সাখাওয়াতুল মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট বাকিবিল্লাহ, সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু এনটিভি-বাংলাদেশ প্রতিদিন, এমএ জলিল সম্পাদক আজকের জামালপুর, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, মাহফুজুর রহমান যুগান্তর, মোস্তফা মনজু বাংলার চিঠি, ফজলে এলাহী মাকাম এশিয়ান টিভি, আ.লীগ নেতা মাসুম রেজা রহিম প্রমুখ। সভায় সাবেক এমপি ডা. মুরাদ হাসান, মেলান্দহ পৌরমেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, দেওয়ানগঞ্জ পৌরমেয়র ইশতিয়াক হোসেন দিদারসহ জেলার শীর্ষ আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা