![গাজীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/03/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_113538.jpg)
গাজীপুর, ০৩ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরে ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালীতে অংশ নেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল উসলাম ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক শংকর সরণ সাহাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া র্যালীতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগন। পরে রাজবাড়ি নাটমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা