শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপন

আগৈলঝাড়ায় পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপন

আগৈলঝাড়া (বরিশাল), ০৩ ডিসেম্বর, এবিনিউজ : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী আদিবাসীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আদিবাসীদের প্রতিনিধি জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র জমা দিয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং বাংলাদেশ সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এক সময়ের অশান্ত পার্বত্য অঞ্চল শান্ত করে সশস্ত্র শান্তি বাহিনীর সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় আত্মসমর্পণে রাজি করাতে সক্ষম হয়েছিলেন দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। সেদিন থেকে প্রতিবছর এই দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে আসছে পার্বত্য শান্তি চুক্তি দিবস হিসেবে।

বিশেষ করে আবুল হাসানাত আবদুল্লাহর নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়ায় হওয়াতে এই দিনটি একটু বেশী উদ্দীপনার সাথে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন পালন করে আসছে। এবারও এর ব্যাতিক্রম ঘটেনি। দিবসটি উদ্যাপন উপলক্ষে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিলেন নেতাকর্মীরা। দিবসটির উদ্যাপনে রেকর্ডবিহীন পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলা।

আজ রবিবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে এক আনন্দ র‌্যালি করে। এরপর দলীয় কার্যালয়ে সমূখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবত, জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিৎ সমদ্দার, পেয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো. জসীম সরদার, আওয়ামীলীগ সমন্বয়কারী আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমুখ।

এ বছর ২ ডিসেম্বর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবীকে সম্মাণ প্রদর্শন করে পার্বত্য শান্তি চুক্তি দিবসটি উদ্যাপন করা হয় ৩ ডিসেম্বর।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত