![আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/03/rally_abnews_113544.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৩ ডিসেম্বর, এবিনিউজ : ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে কারিতাস বরিশাল অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শেষ হয়ে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কারিতাসের প্রশাসনিক কর্মকর্তা খোকন চন্দ্র দে, আগৈলঝাড়া এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, মাঠ কর্মকর্তা পিয়ুস গনজালভেস, রনজিত বেপারী, শ্যামল কান্তি হালদার, ইউপি সদস্য জামাল হোসেন, পবিত্র রানী বাড়ৈ প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি