![ডোমারে প্রতিবন্ধী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/03/sova_ab-news_113554.jpg)
নীলফামারী, র্যালি, ০৩ ডিসেম্বর, এবিনিউজ : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ ঘটিকায় ডোমার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে বণ্যঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
বিদ্যালয়ের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ময়নুল হক মনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ফরহাদ হোসেন,প্রাথমিক অফিসার মোঃ আমির হোসেন, থানা অফিসার ইন চার্জ মোঃ মোকছেদ আলী,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব করিমুল ইসলাম,শিক্ষক আমিনুল ইসলাম বাবু উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি