![অভয়নগর উপজেলা ছাত্রলীগের গণস্বাক্ষর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/03/bsl_abnews_113556.jpg)
অভয়নগর (যশোর), ০৩ ডিসেম্বর, এবিনিউজ : যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভয়নগর উপজেলা ছাত্রলীগ গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে। আজ রবিবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নওয়াপাড়া বাজারে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রওশন কবীর টুটুল।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতীম সুরের সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা দীপংকর দাস প্রমুখ।
গণস্বাক্ষর কর্মসূচি অব্যহত থাকবে বলে ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি