
ডিমলা (নীলফামারী), ০৩ ডিসেম্বর, এবিনিউজ : ডিমলা উপজেলায় সারাদেশের ন্যায় ২৬ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল “টেকশই ও সমৃদ্ধ সমাজ”।
এ উপলক্ষে ডিমলা উপজেলায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন। এ উপলক্ষ্যে বাবুরহাট আশ্রম পাড়া প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় চত্তরে বাবু শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহিম ইসলাম, সম্পাদক, এপিকেএস।
অপরদিকে বন্দর খড়িবাড়ী কুষ্ঠ ও সাধারন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা একটি র্যালী নিয়ে শহর প্রদক্ষিন করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে একটি আলোচনা সভার আয়োজন করেন। রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রনজিতা রানী রায়, ডিবিএলএম, সুপারভাইজার, মোমিমুর রহমান, সম্পাদক, বন্দর খগাখবিাড়ী কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, মোঃ জবেদ আলী, হাসনাহেনা প্রতিবন্ধী সংগঠন, গয়াবাড়ী, নিরঞ্জন দে, সভাপতি, এপিকেএস, ডিমলা, সাংবাদিক মোহাম্মদ আলী সানু প্রমুখ।
সভায় বক্তারা প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সরকার এবং সমাজের সচেতন সকল নাগরিককে এগিয়ে আসার আহবান জানান।
অপরদিকে জোড়জিগা প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হামিদার রহমান ও প্রধান শিক্ষিকা আইভি ইসলাম, ডিমলা বুদ্ধিপ্রতিবন্ধি অটিষ্টিক বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদশা সেকেন্দার (ডি আর ইউ সভাপতি) ও প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কিবরিয়া নয়নসহ উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা সমাজ সেবা অধিদপ্তর দিবসটি পালনে কোন উদ্যোগ গ্রহণ করেননি, তাই প্রতিবন্ধি সংগঠনগুলো পৃথকভাবে দিবসটি পালন করেন।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি