
পঞ্চগড়, ০৩ ডিসেম্বর, এবিনিউজ : জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ মিছিল করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।
আজ রবিবার বিকেলে শে-বাংলা পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আনন্দ মিছিল শেষে শে-বাংলা পার্কে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মজাহারুল হক প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবুলসহ এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।
এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি