বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

পিরোজপুর, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস দুমড়েমুচড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হন ৩ জন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে বলেশ্বর সেতুর কাছে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম (৫০) ও তার মেয়ে নুসাইবা (১৮)।

আহত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলামের স্ত্রী নির্ঝর আক্তার (৪০), ছেলে জাভেদ (৭), মেয়ে রুসাইয়া (৫) ও গাড়িচালক খায়রুল ইসলাম (২৫)।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক মিয়া বলেন, তৌহিদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে কুয়াকাটা থেকে খুলনা যাচ্ছিলেন। গতকাল রাতে বলেশ্বর সেতু পেরোতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির ৬ আরোহী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তারা তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১২টার দিকে নুসাইবার মৃত্যু হয়। আহত অন্যদের খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত