শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম খলিল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার আবুল হাশেমের ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়দেবপুর থানাধীন পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ইব্রাহিমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত. ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এছাড়া নিহত ইব্রাহিম খলিল পোড়াবাড়ী এলাকার একটি মাজারে দান করা টাকা সংগ্রহ করার কাজ করতো বলে জানান তিনি।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত