শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
কেন্দ্রীয় শহীদ মিনার পূর্ণনির্মাণ কাজে

জলঢাকায় পৌর মেয়রের দেড় লক্ষ টাকার চেক প্রদান

জলঢাকায় পৌর মেয়রের দেড় লক্ষ টাকার চেক প্রদান

জলঢাকা (নীলফামারী), ০৪ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর জলঢাকায় আধুনিক মানের কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি পাঠাগারের পূর্ণনির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে দেড় লক্ষ টাকার চেক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। আজ সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্মাণ কমিটির সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফারের কাছে এই চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, পৌর সচিব আশরাফুজ্জামান, জাইকা টিম ম্যানেজার আব্দুস সাত্তার, কাউন্সিল রুহুল আমীন, ফজলুর রহমান, ফজলুল হক, মহসিন আলী ও যুবদল নেতা আফিজার রহমান প্রমুখ। উল্লেখ্য গত,১৯ আগস্ট জেলা পরিষদের অর্থায়নে জলঢাকা ট্রাফিক মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও ২০ আগস্ট স্থানীয় প্রশাসনের উদ্দ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ন নির্মান এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্থর করা হয়।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত