![জলঢাকায় মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ডের সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/04/nilpamari_abnews24 copy_113675.jpg)
জলঢাকা (নীলফামারী), ০৪ ডিসেম্বর, এবিনিউজ : মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য দানকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের কাছে। গত শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, জেলা সহকারী কমান্ড মমিনুর রহমান, মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, জসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা একে আজাদ, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু ও ডোমার উপজেলা সন্তান কমান্ড আহবায়ক আল আমীন রহমান, সদস্য সচিব কিষান নাসির প্রমুখ।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/তোহা