![বেনাপোলে বিপুল পরিমাণ ৫ টাকার নোট উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/04/money_abnews_113678.jpg)
বেনাপোল, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে ভারতে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৫ টাকার নতুন নোটের বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার পরিমাণ ৪৫ হাজার টাকা। সোমবার দুপুর ১২ টার সময় এ টাকা উদ্ধার করা হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, বেনাপোল নোম্যান্সল্যান্ডে লেবারের কাছে ব্যাগ দেখে সন্দেহ হলে ব্যাগটি তল্লাশীর জন্য ক্যাম্পে আনা হলে তার মধ্যে বাংলাদেশী ৪৫ হাজার টাকার ৯ হাজার ৫ টাকার নোট পাওয়া যায়। এ সময় টাকার মালিক টের পেয়ে পালিয়ে যায়।
তিনি জানান, টাকা টা পাসপোর্টযাত্রীর বলে ধারণা করা হচ্ছে। পাসপোর্টযাত্রীর মাধ্যমে এর আগেও ২ ও ৫ টাকার নোট পাচার হয়েছে। যা আমরা আটকও করেছি। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি