
বাগেরহাট, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে সাকিব শেখ (১৬) ও সৈকত শেখ (১৫) নামের দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার চিংগড়ী গ্রামের মোশারফের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত সাকিব ওই গ্রামের কাকা মিয়া ফকিরের ছেলে ও সৈকত এহিয়া শেখের ছেলে। রাতেই তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ শেখ জানান, রবিবার রাতে সাকিব ও সৈকত শেখ রহমতপুর স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। এ সময় তারা মোশারেফের দোকনের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা জাহিদ, মোজাহিদসহ ৭-৮ জন লোক লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় সৈকতের একটি হাত ভেঙ্গে যায়। আহতরা ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা