বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা

ডিমলায় ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা

ডিমলা (নীলফামারী), ০৪ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আগামী ১১ ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও “১৬ ডিসেম্বর ২০১৭ মহান বিজয় দিবস” যথাযথভাবে পালনের লক্ষে এক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দিবস তিনটি উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি মোয়াজ্জেম হোসেন, ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আওয়ামী যুবলীগের সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়, সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম লেলিন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, জনতা কলেজের প্রভাষক অমিয় কুমার ব্যানার্জী, ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল হক, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার ও ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রেজাসহ উপজেলার সরকারি বে-সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আগামী “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষে সকলের উপস্থিতিতে ব্যাপক আলোচনান্তে বিভিন্ন কর্মসূচির উপর সিন্ধান্তগুলি গৃহীত করনের প্রস্তাব উদ্যাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। এতে বেশ কিছু কর্মসূচীর সিন্ধান্ত গৃহীত হয়।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত