
ঢাকা, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেরিতে হলেও সরকার বুঝতে পারছে যে তারা অবৈধ, তাই তারা আগাম নির্বাচনের কথা বলছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে স্বাধীনতা অধিকার আন্দোলন নামে একটি সংগঠন ওই ‘নাগরিক সমাবেশে’র আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ বলেন, ‘ইদানীং শুনতে পারছি আগাম নির্বাচনের কথা। অন্তত দেরিতে হলেও হয়তো বা আপনারা অনুধাবন করতে পারছেন যে একটা অনির্বাচিত, অবৈধ সরকার অনেক বেশিদিন চলেছে বাংলাদেশে, এটা আর চলা উচিত হবে না। এখন একটা আগাম নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যাব।