শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে হোসিয়ারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বন্দরে হোসিয়ারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বন্দর, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : বন্দরে নয়ন (১৭) নামে এক হোসিয়ারী শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বন্দর থানার সোনাকান্দাস্থ এনায়েতনগর এলাকায় নাসির মিয়ার ভাড়াটিয়া ঘরের আঁড়ার সাথে মাপলার দিয়ে ফাঁস লাগিয়ে এ আত্মহত্যা করে সে।

এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। এ ব্যাপারে আতœহত্যাকারী পিতা সিরাজ মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আত্মহত্যাকারি হোশিয়ারী শ্রমিক নয়ন সোনাকান্দা এনায়েতনগর এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের সাথে আলাপ কালে তারা জানায়, মুন্সিগঞ্জ জেলার টরকী এলাকার দিনমজুর সিরাজ মিয়া র্দীঘ দিন ধরে স্ত্রী ও ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে সোনাকান্দা এনায়েতনগরস্থ নাসির মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করে আসচ্ছে। এ সুবাধে দিনমজুর সিরাজ মিয়ার স্ত্রী ঝরনা বেগম শহরের গলাচিপা এলাকায় একটি কাপুড়ের দোকানে এবং তার বড় ছেলে নয়ন দেওভোগ এলাকায় একটি হোসিয়ারীতে কাজ করে এবং আসচ্ছে।

এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় দিনমজুর পিতা সিরাজ মিয়া ও তার স্ত্রী ঝরনা বেগম মিলে তাদের ছেলে নয়নের সাথে কথা বলে তাদের কর্মস্থলে চলে যায়। ওই সুযোগে নয়ন অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে মাপলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে সকাল ১০টায় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে বন্দর থানা পুলিশ সংবাদ জানায়।

এ ঘটনার সংবাদ শুনে বন্দর থানার এসআই আবু হানিফসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম জানিয়েছে, বিষয়টি সুষ্ঠ তদন্তের জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্ররণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত