বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পিরোজপুরে জেলা যুব মহিলা লীগের কর্মী সভা

পিরোজপুরে জেলা যুব মহিলা লীগের কর্মী সভা

পিরোজপুর, ০৪ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরে জেলা যুব মহিলালীগের কর্মী সভা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় জেলা যুব মহিলালীগের আহবায়ক মুনিরা আক্তার এনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মালেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহনাজ পরভীন ডলি।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ইসরাত সরকার ঝুনা, বাংলাদেশ যুব মহিলা লীগ সদস্য কোহিনুর মান্নান, কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম।

আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মন্টু, সদস্য তৌহিদুল ইসলাম হিরু।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত