![৬ কোটি টাকা ব্যায়ে পৌর মিলনায়তনের কাজ হবে ডোমার পৌরসভার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/05/domar-road_113739.jpg)
নীলফামারী, ০৫ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে চলছে। পৌর নির্বাচনের এক বছরের মধ্যে এডিবির প্রায় ৭৭ লক্ষ টাকার কাজ পৌরসভার ৯টি ওয়ার্ডে সম্পন্ন হয়েছে। তাছাড়া প্রায় ২২ লক্ষ টাকা ব্যায়ে শহরের মুচির মোড় থেকে চিকনমাটির মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। তাছাড়া সাহাপাড়ার মোক্তার হাজীর দোকানের সামনে থেকে প্রশিকার মোড় পর্যন্তও রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহন করেছে পৌর কৃতপক্ষ। ডোমার পৌরসভার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ ছিল পৌরবাসীর তাদের দাবী পুরনের জন্যই রাস্তা সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। তিনি বলেন অচিরেই প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে পৌরসভা মিলনায়তনের কাজ শুরু করা হবে পৌরসভার নিজস্ব জায়গায়। তাছাড়া পৌরসভার জলাবদ্ধতা দুরীকরনের জন্য জলবায়ু প্রকল্পের আওতায় ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন এজন্য পৌরবাসীকে সাহায্য করতে হবে মেয়র বলেন নির্বাচনের ১৫ মাসের মধ্যেই ডোমার কাচাবাজার রাস্তা নির্মান,বড় বড় ড্রেনগুলি সংস্কার করা হয়েছে। সময় ও সুযোগ পেলে ডোমারে ব্যাপক উন্নয়ন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, এবার রাজস্ব প্রায় ৫৪ লক্ষ টাকা আদায় হয়েছে। ডোমার পৌরসভা গ থেকে খ শ্রেনীতে উন্নীত করার জন্য সব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর