
ঢাকা, ০৫ ডিসেম্বর, এবিনিউজ : সৌদি আরবের রিয়াদে আবদুল আজিজ মাতবর (৫০) নামে এক বাংলাদেশি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তিনি শরীয়তপুর জেলার ডোমসার ইউনিয়নের সুজনদোহার গ্রামের হাজি নূর মোহাম্মদ মাদবরের ছেলে। রিয়াদে তার সোফা তৈরির কারখানা ছিল।
রিয়াদের শিফা সানাইয়া এলাকায় স্হানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহতের ভাই বাবুল মাদবর গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, আজিজ তার সোফা কারখানা থেকে বের হওয়ার পরই ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার সব কিছু ছিনিয়ে নেয়।
এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান এবং ছিনতাইকারীর গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের আরেক প্রবাসী ভাই তোফাজ্জেল মাতবর বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ